ডিপিডিসি
ধানমন্ডিতে মাটির নিচে বৈদ্যুতিক লাইনের কাজ ৩৫ শতাংশ সম্পন্ন
রাজধানীর ধানমন্ডিতে দেশের প্রথম ওভারহেড বৈদ্যুতিক লাইন আন্ডারগ্রাইন্ড লাইনে রূপান্তর করা হয়েছে। তারই অংশ হিসেবে ধানমন্ডির পশ্চিমে সাত মসজিদ রোড, উত্তরে রোড-২৭ এবং দক্ষিণে ১ নম্বর রোডসহ ধানমন্ডি এলাকার ৩৪টি রোড ওভারহেড বিতরণ লাইন আন্ডারগ্রাউন্ড লাইনে রূপান্তর করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সাড়ে ১০টায় এ কার্যক্রম পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান সাংবাদিকদের বলেন, চীন সরকারের জিটুজি লোনের আওতায় ডিপিডিসি কর্তৃক বাস্তবায়নাধীন ‘ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। এরই মধ্যে ৮টি রাস্তার আন্ডারগ্রাউন্ড লাইনে রূপান্তরের কাজ সম্পন্ন হয়েছে এবং ১১টি রাস্তার আন্ডারগ্রাউন্ড লাইনে রূপান্তরের কাজ চলমান। প্রায় ৩৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে ধানমন্ডি এলাকার আন্ডারগ্রাউন্ড লাইনে রূপান্তরের কাজ সম্পন্ন হবে।
আরও পড়ুন>> তিন সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ব্যয় ও সময় অনুমোদন
তিনি বলেন, স্মার্ট সিটির কথা বিবেচনায় নিয়ে ধানমন্ডি আন্ডারগ্রাউন্ড সিস্টেমে স্মার্ট গ্রিডের সব সুবিধা রেখে যন্ত্রপাতি ম্যানুফ্যাকচার এবং স্থাপন করা হচ্ছে। এর ফলে অটোমেশনের মাধ্যমে গ্রাহক সেবার মান আরও উন্নত হবে। এই এলাকার বর্তমান বিদ্যুৎ চাহিদা প্রায় ৩০ মেগাওয়াট।
বিকাশ দেওয়ান বলেন, এই প্রকল্পের মাধ্যমে সরকারের ভিশন ২০২১ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে ডিপিডিসি এলাকায় বিদ্যমান বৈদ্যুতিক ব্যবস্থা আধুনিকায়ন কল্পে নতুন নতুন উপকেন্দ্র নির্মাণের পাশাপাশি বিতরণ লাইন নির্মাণ করা হবে। এটি একটি মেগা প্রকল্প এবং বাংলাদেশ সরকারের অগ্রাধিকার প্রকল্পের তালিকাভুক্ত। বর্তমান সরকার আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। ২০৩৫ সালের মধ্যে ঢাকা বিশ্বের অন্যতম মেগা সিটিতে পরিণত হবে।
এই কর্মকর্তা বলেন, আগামী ২৫ বছরের লোড গ্রোর্থ বিবেচনায় এই এলাকার আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ ব্যবস্থার ডিজাইন করা হয়েছে। বর্তমান ধানমন্ডি এলাকার প্রায় ৭৪০টি উচ্চচাপ (১১ কিলো ভোল্ট) এবং প্রায় ৪৫০টি নিম্নচাপ (৪৪০ ভোল্ট ও ২২০ ভোল্ট) গ্রাহক আছে। এসব গ্রাহককে ওভারহেড লাইন থেকে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ ব্যবস্থায় সংযোগ প্রদানের জন্য আরএমইউ (উচ্চচাপ সংযোগ ও ইন্টার-কানেকশন) এবং বক্স টাইপ ট্রান্সফরমার ও এলভি বক্স (নিম্নচাপ সংযোগ) স্থাপন করে আন্ডারগ্রাউন্ড ক্যাবলের মাধ্যমে সংযোগ প্রদান করা হচ্ছে। এই কাজে প্রায় ২৭০টি আরএমইউ, ৩৬টি বক্স টাইপ ট্রান্সফরমার, ১৩০টি এলভি বক্স এবং প্রায় ১০০ কিলোমিটার ক্যাবল স্থাপন করা হবে।
এমএমএ/ইএ/এএসএম