প্রতিমন্ত্রী কে এম খালিদ

সংস্কৃতিকে সবার কাছে সহজবোধ্য করতে প্রযুক্তির অবদান রয়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

 

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সংস্কৃতিকে সবার কাছে সুগম করে তোলার ক্ষেত্রে প্রযুক্তির বিশাল অবদান ও সম্ভাবনা রয়েছে। সংস্কৃতির শক্তির সর্বোত্তম ব্যবহার করে আমাদের সমাজকে রূপান্তরিত করার জন্য ডিজিটাল প্রযুক্তির বিকাশ ও প্রসার ঘটাতে হবে। এটি করার সময় আমাদের অবশ্যই সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার করতে হবে, যাতে সবার অংশগ্রহণ নিশ্চিত হয়। এ প্রক্রিয়ায় কেউ যেন বাদ না যায় বা পিছিয়ে না পড়ে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহাতে দুই দিনব্যাপী ১২তম ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসিইএসসিও) সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান হিসেবে এ কথা বলেন তিনি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সাংস্কৃতিক ঐতিহ্য ও স্থাপনাগুলোর বিকৃতকরণ, ধ্বংস, লুটপাট, অবৈধ বাণিজ্য ও সীমান্ত পাচারের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে। সেজন্য আমাদের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যসহ ইসলামী ঐতিহ্যের কার্যকর সুরক্ষা, প্রচার-প্রসার ও সংরক্ষণ নিশ্চিতকল্পে প্রয়োজনীয় নীতি প্রণয়ন এবং পেশাদার সক্ষমতা জোরদারকরণে সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেন কাতারের সংস্কৃতিমন্ত্রী শেখ আবদুল রহমান বিন হামিদ আল থানি। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আইসিইএসসিও’র মহাপরিচালক সেলিম বিন মুহাম্মদ আল-মালিক। এছাড়া ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ দুই সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন- সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মোখলেছুর রহমান আকন্দ।

সম্মেলনে আইসিইএসসিও’র সদস্যভুক্ত দেশগুলোর সংস্কৃতিমন্ত্রী ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

এমএনএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।