প্রবাসীর অর্থ আত্মসাৎ: পাঁচলাইশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
চট্টগ্রামে ডেনমার্ক প্রবাসীর ৭৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় চেক প্রতারণা মামলায় সৈয়দ কাসেদ মাহমুদ নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) পাঁচলাইশ থানার শুলকবহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সাজা পরোয়ানামূলে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।
সন্তোষ কুমার চাকমা বলেন, আসামি সৈয়দ কাসেদ মাহমুদের এক আত্মীয় খাইজ আহাম্মদ ডেনমার্কে বসবাস করেন। খাইজ আহম্মদ আসামি কাসেদকে নগরীর অক্সিজেন মোড় এলাকার একটি জমির পাওয়ার অব এটর্নি দেন। এ সুযোগে খাইজ আহাম্মদকে না জানিয়ে কাসেদ মাহমুদ জমিটি অন্যত্র বিক্রি করে দেন। পরে খাইজ আহম্মদ দেশে এলে কাসেদ মাহমুদ তাকে জমির পাওনার বিপরীতে ৭৫ লাখ টাকার চেক দেন। চেকগুলো ব্যাংক থেকে ডিজঅনার হলে ২০১৭ সালে খাইজ আহম্মদ কাসেদ মাহমুদের বিরুদ্ধে চেক প্রতারণা মামলা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে চলতি বছরের গত ১৩ আগস্ট চট্টগ্রাম যুগ্ম মহানগর জজ আদালত কাসেদ মাহমুদকে দোষী সাব্যস্থ করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ৭৫ লাখ টাকা জরিমানা করেন।
এরপর আদালতের সাজা পরোয়ানামূলে গোপন সংবাদের ভিত্তিতে শুলকবহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইকবাল হোসেন/এমএএইচ/