খুলশীতে ইলেকট্রিশিয়ানকে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৬ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামে ফখরুল আবেদীন হারুন নামে এক ডেকোরেটর ইলেকট্রিশিয়ানকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া দুইটার দিকে নগরীর খুলশী থানার টাইগারপাস মোড়ের বাঘের ভাস্কর্যের সামনে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

খবর পেয়ে অভিযান চালিয়ে পৃথক দুই স্থান থেকে ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনিয়ে নেওয়া টাকা এবং ছিনতাইয়ে ব্যবহার করা সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ। গ্রেফতারদের মধ্যে তিনজন কিশোর অপরাধীসহ মো. শাহিন ও মো. রুবেল নামে দুই ছিনতাইকারী রয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জাগো নিউজকে বলেন, সোমবার দিনগত রাতে ডেকোরেশনের কাজ সেরে হেঁটে বাসায় যাওয়ার সময় টাইগারপাস এলাকায় ওই ইলেকট্রিশিয়ান ছিনতাইয়ের শিকার হন। এসময় ছিনতাইকারীরা তাকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে ডানপায়ের উরুতে ছুরিকাঘাত করে পকেটে থাকা এক হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর টহল পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।

ওসি আরও বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।