আবারো ব্রেক-আপ!


প্রকাশিত: ০২:৫৭ এএম, ১৩ ডিসেম্বর ২০১৪

সালমান খানের কি মন খারাপ? এই প্রশ্নের সঠিক উত্তর না পাওয়া গেলেও, সালমান যে উদ্বিগ্ন, সেটুকু জানা গিয়েছে৷ কারণ সালমানের দীর্ঘদিনের গার্লফ্রেন্ডের সঙ্গে কিছু দিনের বিচ্ছেদ৷ তা কে সেই কন্যা? তার নাম লুলিয়া ভান্তুর৷ কেন এই বিচ্ছেদ? বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলারের প্রেম ভাঙার কথা নতুন নয়৷ তার প্রেমে পড়া মেয়েদের সংখ্যা যখন নেহাত কম নয়, তেমনই প্রেম করতে করতে সম্পর্ক ভেঙে গিয়েছে, এমন উদাহরণও নেহাত কম নয়৷ ঐশ্বরিয়া রাই থেকে ক্যাটরিনা কাইফ- এই তালিকাতেই কি তাহলে বসতে চলেছে লুলিয়া ভান্তুরের নাম? সুপারস্টারের ভেঙে যাওয়া সম্পর্কের তালিকাটা কি আর একটু দীর্ঘতর হতে চলেছে?

না, বিষয়টা তেমন নয়৷ আসলে সালমান বা লুলিয়া- কেউ-ই এই কাণ্ডের জন্য দায়ি নন৷ দায়ি আইনি জটিলতা৷ লুলিয়া রোমানিয়ার মেয়ে৷ ভারতে থাকার মেয়াদ তার ফুরিয়েছে৷ ভারতের ভিসা রিনিউ করতেই তাকে ফিরে যেতে হচ্ছে নিজের দেশে৷ আর তাই ডিসেম্বরের শেষে সালমানের জন্মদিনের সময়ও থাকতে পারবেন না তিনি৷ সালমান এবং তার ঘনিষ্ঠরা বহু চেষ্টা করেও ভিসার মেয়াদ বাড়াতে পারেননি৷ আপাতত তাই উদ্বিগ্ন সুপারস্টার৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।