নিউজিল্যান্ডের সহজ জয়
২৪ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় পেলো নিউজিল্যান্ড। উইলিয়াসসনের অপরাজিত ৭০ রান নিউজিল্যান্ডকে জয় এনে দেয়। শহিদ আফ্রিদি ২ ও হারিস সোহেল ৩ উইকেট নিয়েছের।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২৫২ রানে অলআউট হয় পাকিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। কিউই বোলারদের দাপুটে বোলিংয়ে ৪৮.৩ ওভারে ২৫২ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন ওপেনার মোহাম্মদ হাফিজ। হাফিজ ৭৬ রান করে আউট হন। এর আগে ১ রানে আহমেদ শেহজাদ, ১১ রানে ইউনিস খান এবং ২০ রানে আসাদ শফিক বিদায় নিলে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। ইউনিস খান ৬, আসাদ শফিক ১ রান করলেও ওপেনার আহমেদ শেহজাদ রানের খাতা খুলতে পারেননি।
চতুর্থ উইকেটে মোহাম্মদ হাফিজ হারিস সোহেলকে সাথে নিয়ে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। হারিস সোহেল ৩৩ রান করে আউট হন। পঞ্চম উইকেটে মোহাম্মদ হাফিজ ও অধিনায়ক মিসবাহ ৬৬ রানের আরো একটি পার্টনারশিপ গড়ে বড় স্কোর গড়ার ইঙ্গিত দেন। মোহাম্মদ হাফিজ ৭৬ রান করে আউট হন। এটি তার ২২তম ওয়ানডে অর্ধশতক।
এরপর অধিনায়ক মিসবাহ ব্যক্তিগত ৪৭ রান করে আউট হন। উইকেটরক্ষক সরফরাজ আহমেদ করেন ২৩ রান। শহিদ আফ্রিদি ১৪ বলে এক বাউন্ডারি ও তিন ছক্কায় করেন ২৭ রান। এছাড়া সোহেল তানভীর ও ওহাব রিয়াজ করেন ১৪ রান করে।
কিউই বোলারদের মধ্যে ডানহাতি পেসার ম্যাট হেনরি একাই শিকার করেন চার উইকেট। এছাড়া ম্যাকক্লেনাঘান তিনটি, মিলনে দুটি এবং কোরি এন্ডারসন নেন এক উইকেট।