তনুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্রফ্রন্টের


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ২৪ মার্চ ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির পক্ষে থেকে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, সারাদেশে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে, কিন্তু এর কোন বিচার বা প্রতিকারের কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি।

তারা আরো বলেন, এসব কারণে নির্যাতন বন্ধ করা যাচ্ছে না। নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গিও নারী নির্যাতনের অন্যতম কারণ। সমাজে নারী পুরুষের বৈষম্য বহাল রেখে দৃষ্টিভঙ্গির পরিবর্তন সম্ভব নয়।

সমাবেশ থেকে বক্তারা নারী নির্যাতন বন্ধে সর্বোপরি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানানো হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি আল কাদের জয়, সাংগঠনিক সম্পাদক রাশিব রহমান, দফতর সম্পাদক শ্যামল বর্মণ ও অর্থ সম্পাদক রুখসানা আফরোজ প্রমুখ।

এএস/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।