রাশিফল : ১৩ ডিসেম্বর
মেষ: অবশেষে বহু শ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি মিলতে পারে। দুঃসাহসিক সিদ্ধান্ত না-নেওয়াই ভালো।
বৃষ: স্বজনবন্ধুর গৃহে শুভ অনুষ্ঠানে মুশকিল আসান করে বাহবা জুটতে পারে। গৃহ সংস্কারে জ্ঞাতি-পড়শির বাগড়া। গুরুজনের স্বাস্থ্যহানিতে কাজকর্মে ব্যাঘাত।
মিথুন: অতিরিক্ত পরিশ্রম ও দায়িত্বভারে শারীরিক ও মানসিক ক্লেশ। বিদেশযাত্রার সুখবর মিলতে পারে। সংক্রমণজনিত জ্বরজ্বালা ভোগাবে।
কর্কট: মৌলিক চিন্তায় কর্মক্ষেত্রে সাফল্যের স্বীকৃতির যোগ। জমিজমা নিয়ে মা-বাবার সঙ্গে বিরোধে মনঃকষ্ট।
সিংহ: কর্মস্থলে প্রতিকূলতার মধ্যেও সাফল্যের সূচনা। মনের অস্থিরতা দমন করে বিপদের মোকাবিলা। চারুশিল্পে নৈপুণ্যের সুবাদে বাড়তি উপার্জনের হদিস।
কন্যা: কর্মক্ষেত্রে শ্রম ও অধ্যবসায়ের মূল্য থেকে বঞ্চিত হওয়ায় হতাশা। কোনো দুঃসংবাদে পারিবারিক অনুষ্ঠানে ছন্দপতনের আশঙ্কা। গ্ল্যান্ডের সমস্যায় দুর্ভোগ।
তুলা: কর্তৃপক্ষের সঙ্গে গোলযোগে কর্মস্থলে জটিলতা বৃদ্ধির আশঙ্কা। জ্ঞাতিবিরোধে পরিবারে অশান্তি বাড়বে। দূরভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
বৃশ্চিক: ব্যবসায় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আপসরফার ফল ভালো হওয়ারই সম্ভাবনা। প্রিয়জনের বিয়ে নিয়ে সফল আলোচনা। যানবাহন ক্রয়ের শুভ যোগ।
ধনু: কর্মপরিবর্তনের সুযোগ। বিষয়সম্পত্তি নিয়ে মামলার সন্তোষজনক নিষ্পত্তির আশঙ্কা। সন্তানের বেপরোয়া চলাফেরা চিন্তা বাড়াবে।
মকর: অংশীদারের চক্রান্তে ব্যবসায় অবনতির আশঙ্কা। মিষ্টিমধুর কথাবার্তায় অন্যদের প্রভাবিত করে কার্যোদ্ধার। দুর্ঘটনায় চোট-আঘাত ও রক্তপাতের আশঙ্কা।
কুম্ভ: নতুন কর্মপরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত। চারুকলার চর্চায় অগ্রগতি। সেবামূলক প্রতিষ্ঠানের উন্নতির জন্য চেষ্টা।
মীন: শত্রুদের কূট চালে পদোন্নতি ফের হাতছাড়া হওয়ার আশঙ্কা। ঠিক সিদ্ধান্ত নেওয়ায় পারিবারিক সমস্যার সমাধান। প্রবল দুঃখবোধ থেকে আধ্যাত্মিক মননের বিকাশ।