রাশিফল : ১৩ ডিসেম্বর


প্রকাশিত: ০২:৩০ এএম, ১৩ ডিসেম্বর ২০১৪

মেষ: অবশেষে বহু শ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি মিলতে পারে। দুঃসাহসিক সিদ্ধান্ত না-নেওয়াই ভালো।

বৃষ: স্বজনবন্ধুর গৃহে শুভ অনুষ্ঠানে মুশকিল আসান করে বাহবা জুটতে পারে। গৃহ সংস্কারে জ্ঞাতি-পড়শির বাগড়া। গুরুজনের স্বাস্থ্যহানিতে কাজকর্মে ব্যাঘাত।

মিথুন: অতিরিক্ত পরিশ্রম ও দায়িত্বভারে শারীরিক ও মানসিক ক্লেশ। বিদেশযাত্রার সুখবর মিলতে পারে। সংক্রমণজনিত জ্বরজ্বালা ভোগাবে।

কর্কট: মৌলিক চিন্তায় কর্মক্ষেত্রে সাফল্যের স্বীকৃতির যোগ। জমিজমা নিয়ে মা-বাবার সঙ্গে বিরোধে মনঃকষ্ট।

সিংহ: কর্মস্থলে প্রতিকূলতার মধ্যেও সাফল্যের সূচনা। মনের অস্থিরতা দমন করে বিপদের মোকাবিলা। চারুশিল্পে নৈপুণ্যের সুবাদে বাড়তি উপার্জনের হদিস।

কন্যা: কর্মক্ষেত্রে শ্রম ও অধ্যবসায়ের মূল্য থেকে বঞ্চিত হওয়ায় হতাশা। কোনো দুঃসংবাদে পারিবারিক অনুষ্ঠানে ছন্দপতনের আশঙ্কা। গ্ল্যান্ডের সমস্যায় দুর্ভোগ।

তুলা: কর্তৃপক্ষের সঙ্গে গোলযোগে কর্মস্থলে জটিলতা বৃদ্ধির আশঙ্কা। জ্ঞাতিবিরোধে পরিবারে অশান্তি বাড়বে। দূরভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে।

বৃশ্চিক: ব্যবসায় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আপসরফার ফল ভালো হওয়ারই সম্ভাবনা। প্রিয়জনের বিয়ে নিয়ে সফল আলোচনা। যানবাহন ক্রয়ের শুভ যোগ।

ধনু: কর্মপরিবর্তনের সুযোগ। বিষয়সম্পত্তি নিয়ে মামলার সন্তোষজনক নিষ্পত্তির আশঙ্কা। সন্তানের বেপরোয়া চলাফেরা চিন্তা বাড়াবে।

মকর: অংশীদারের চক্রান্তে ব্যবসায় অবনতির আশঙ্কা। মিষ্টিমধুর কথাবার্তায় অন্যদের প্রভাবিত করে কার্যোদ্ধার। দুর্ঘটনায় চোট-আঘাত ও রক্তপাতের আশঙ্কা।

কুম্ভ: নতুন কর্মপরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত। চারুকলার চর্চায় অগ্রগতি। সেবামূলক প্রতিষ্ঠানের উন্নতির জন্য চেষ্টা।

মীন: শত্রুদের কূট চালে পদোন্নতি ফের হাতছাড়া হওয়ার আশঙ্কা। ঠিক সিদ্ধান্ত নেওয়ায় পারিবারিক সমস্যার সমাধান। প্রবল দুঃখবোধ থেকে আধ্যাত্মিক মননের বিকাশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।