ঢাকা থেকে নিখোঁজের ১১ দিন পর যশোরে উদ্ধার যুবক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

গত ১২ সেপ্টেম্বর রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে এটিএম বুথে টাকা তোলার জন্য বের হন তাওসিফ জাওয়াদ। এরপর আর বাসায় ফেরেননি তিনি। ঘটনার ১১ দিন পর নিখোঁজ তাওসিফ জাওয়াদকে যশোর কোতোয়ালি থানার গাড়ীখানা রোড থেকে উদ্ধার করে থানা পুলিশ। এরপর পিবিআই যশোর জেলা তার পরিচয় নিশ্চিত করে শনিবার (২৩ সেপ্টেম্বর) পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

রোববার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই পুলিশ হেডকোয়ার্টার থেকে এ তথ্য জানানো হয়।

পিবিআই জানায়, গত ১২ সেপ্টেম্বর রাত ১০টায় রাজধানীর পশ্চিম রামপুরার নিজ বাসা থেকে এটিএম বুথে টাকা তোলার জন্য বের হন তাওসিফ জাওয়াদ। এরপর আর তিনি বাসায় ফিরে আসেনি। পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজ-খবর নিয়ে কোথাও না পেয়ে পরদিন হাতিরঝিল থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়রি করে। হাতিরঝিল থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিখোঁজ জাওয়াদকে উদ্ধারের জন্য চেষ্টা চালায়। এরপর শনিবার যশোর কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিদুল ইসলাম গাড়ীখানা রোডে তাওসিফ জাওয়াদকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এরপর পিবিআই যশোরের ক্রাইমসিন টিম হাসপাতালে হাজির হয়ে জাওয়াদের পরিচয় শনাক্ত করে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে তাকে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, জাওয়াদ বাসা থেকে বের হওয়ার পর কীভাবে যশোরে গেলেন এ বিষয়ে অনুসন্ধান করছে পিবিআই।

আরএসএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।