পরকীয়ার জেরে গলায় ফাঁস নিলেন অটোচালক

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২:১১ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর খিলগাঁও থানাধীন সিপাহীবাগে পরকীয়ার জেরে গলায় ফাঁস নিয়ে মো. নাসির (৩৫) নামে সিএনজিচালিত এক অটোরিকশার চালক আত্মহত্যা করেছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসির ভোলা সদর উপজেলার ছোটা আলগি গ্রামের আবুল কাশেমের ছেলে। খিলগাঁওয়ের সিপাহীবাগ ভূতের গলি এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

দুপুরে এ ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় প্রথমে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। এখানে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জাগো নিউজকে বলেন, আমরা খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অচেতন অবস্থায় নাসিরকে উদ্ধার করি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পারি নাসির পেশায় অটোরিকশাচালক। তিনি আরেক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এর জেরে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন। তার স্ত্রী অনেক ডাকাডাকি করলেও রুমের দরজা না খোলায় জানালা ভেঙে রুমের ভেতর প্রবেশ করেন। তাকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতাল নিয়ে যান। পরে খিলগাঁও থানায় বিষয়টি জানালে পুলিশ এসে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।