নারায়ণগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ: নিহত ১, হাসপাতালে তিনজন

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন নারীসহ ৪ জন। দগ্ধরা হলেন হাসিনা মমতাজ (৫৫), সায়মা আক্তার (৪০), কানিজ খাদিজা নিপা (৩৯) ও সোহান (৪৫)। তাদের মধ্যে কানিজ খাদিজা নিপা মারা গেছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাত সাড়ে তিনটার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কানিজ খাদিজার মৃত্যু হয়। অন্য তিনজন ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে তিন নারীসহ চারজন দগ্ধ অবস্থায় আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে হাসিনা মমতাজের ৫৫ শতাংশ, সায়মা আক্তারের ৯০ শতাংশ এবং সোহানের শরীরে ১০০ শতাংশ দগ্ধ রয়েছে। অন্যদিকে কানিজ খাদিজা (নিপা) শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে মারা গেছেন।

নিহতের বোন ইভা ইসলাম জানান, আমার বোন একটি কোম্পানিতে চাকরি করতেন। আড়াইহাজারের একটি বাসায় ভাড়া থাকতেন।

কাজী আল আমীন/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।