গুলশানে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
রাজধানীর গুলশান-১ নম্বরে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১টা ৩৮ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ১টা ৪৪ মিনিটে।
আরও পড়ুন: মিরপুরে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে ৪ জনের মৃত্যু
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জাগো নিউজকে বলেন, গুলশান-১ এর ৩ নম্বর সড়কের ৫০ নম্বর একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। আটতলা ভবনের চতুর্থতলায় আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ও বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন: টানা বর্ষণে ঢাবির দুই হলে জলাবদ্ধতা
এরশাদ হোসেন বলেন, আগুন ৩টা ১০ মিনিটে এ নিয়ন্ত্রণে এসেছে, পাঁচটি ইউনিট কাজ করেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
টিটি/এমআরএম