চট্টগ্রামে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:২১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামে হত্যা মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসামি হারুন রশিদকে (৫০) গ্রেফতার করেছে র্যাব। বুধবার গাজীপুরের জয়দেবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হারুন চট্টগ্রামের আনোয়ারা থানাধীন শিলাইগড়া গ্রামের খলিল মেম্বারের নতুন বাড়ির মৃত অলি আহমেদের ছেলে। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।

র্যাব জানিয়েছে, ২০১৩ সালের ১ জুলাই শিলাইগড়া ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহেদের সঙ্গে মাছ ধরা নিয়ে হারুনের ভাই জাহেদ হোসেন টিটুর কথা কাটাকাটি হয়। এসময় জাহেদ মোবাইল করে হারুন ও আনোয়ারকে ঘটনাস্থলে ডেকে নেন। এসময় তারা ধারালো কিরিচ, দা ও লোহার রড দিয়ে শাহেদের ওপর হামলা করেন। পরে স্থানীয় লোকজন শাহেদকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল নেওয়া হয়। পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাহেদের।

এ ঘটনায় নিহতের চাচা মো. ইউনুছ বাদী হয়ে হারুনকে প্রধান আসামি করে তিন ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় ১০ সেপ্টেম্বর বিচার প্রক্রিয়া শেষে হারুনসহ তিন ভাইকে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত। রায়ের সময় হারুন পলাতক ছিলেন। অন্য দুই ভাই বর্তমানে চট্টগ্রাম কারাগারে।

এমডিআইএইচ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।