মেহেরপুরে পরিবহন ধর্মঘট শুরু
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমানের অপসারণের দাবিতে মেহেরপুর জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। শনিবার সকাল থেকে মেহেরপুর আন্তঃজেলা ও দূরপাল্লার সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ফলে সকাল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার কোনো রুটে বাস ছেড়ে যায়নি।
মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান অসাদাচারণ করার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেন শ্রমিক ইউনিয়ন।
জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে জেলা শহরের মল্লিকপাড়া এলাকার পুকুরপাড়ে পটকা ফোটানোর অভিযোগে বাস চালক তুষার আহমেদ, সুপারভাইজার হিরক মিয়া ও হেলপার দিনান হোসেনকে আটক করে সদর থানা পুলিশ। এসময় শ্রমিক ইউনিয়নের নেতারা বিষয়টি নিয়ে সদর থানায় গেলে ওসি শেখ আতিয়ার রহমান নেতাদের সঙ্গে অসাদাচারণ করেন। এর প্রতিবাদে ও তার অপসারণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
এদেকে ঈদের আগে আকস্মিকভাবে এই ধর্মঘটের ফলে ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ।