ট্যুরিজম ফেয়ারে মূল্যছাড়ে মিলবে বিমান টিকিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩

আগামী বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দশম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) ও বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট সামিট (বিটিডিএস)-২০২৩।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই মেলা চলবে শনিবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দশম এশিয়ান ট্যুরিজম ফেয়ার থেকে আন্তর্জাতিক রুটের টিকিট কাটলে মূল্যছাড় পাবেন যাত্রীরা। এর মধ্যে জাপানের নারিতা রুটের টিকিটে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

আরও পড়ুন: চীনের গুয়াংজু রুটে ফের বিমানের ফ্লাইট চালু

এছাড়া বিমানের কাঠমান্ডু, কলকাতা, দিল্লি, কাতার, শারজাহ, ব্যাংকক, দুবাইয়ের ফ্লাইটের টিকিটে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

এমএমএ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।