শাহজালাল বিমানবন্দরে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা পাবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দিচ্ছে পৃথক চারটি কোম্পানি (এডিএন টেলিকম, ব্র্যাক নেট, আমোরা এবং বেক্সিমকো)। বহির্গমন এবং আগমন উভয় জাগাতেই এ পরিষেবা বিদ্যমান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েব পোর্টালে এ তথ্য জানানো হয়। এ ওয়েব পোর্টালে প্রবেশ করে দেখা যায়, বিনামূল্যে ইন্টারনেট সেবা নিতে হলে ওয়াইফাইয়ের জন্য নিম্ন বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

jagonews24

বিমানবন্দরের ওয়াইফাইয়ের সঙ্গে সংযোগ করার জন্য হেল্প ডেস্কে যাত্রীর মোবাইল নম্বর এবং নাম দিতে হবে। ফিরতি বার্তায় যাত্রী একটি স্বয়ংক্রিয় (OTP) নম্বর পাবেন এবং এর মাধ্যমে যাত্রী ফ্রি ইন্টারনেট পরিষেবা পাবেন।

বিমানবন্দর সূত্র জানায়, প্রতিদিন শতাধিক ফ্লাইটে হাজারো যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেন। তাদের অধিকাংশজনই প্রবাসী বাংলাদেশি। মোবাইল সিম না থাকায় তাদের অনেকেই পরিবারের সঙ্গে অনলাইনে (হোয়াটঅ্যাপ, মেসেঞ্জার, ইমু) যোগাযোগ করতে পারেন না। মূলত তাদের সেবা দিতেই বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেওয়া হচ্ছে।

এমএমএ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।