রাশিয়াপন্থিরা বিমানটি ভূপাতিত করেছে : ওবামা


প্রকাশিত: ০৪:০৮ এএম, ১৯ জুলাই ২০১৪

মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানটি রাশিয়াপন্থিদের হামলাতে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হামলার পরদিন শুক্রবার তিনি একথা জানান।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, ভূমি থেকে মিসাইল নিক্ষেপ করেই রাশিয়াপন্থিরা বিমানটি ভূপাতিত করেছে। এ অঞ্চলের সন্ত্রাস দমনের সবচেয়ে বেশি ক্ষমতা আছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আর ইউক্রেনও এরকম কোনো উদ্যোগ নেয়নি। আর বিদ্রোহীরা বিমান বিধ্বংসী অস্ত্র রাশিয়ার কাছ থেকেই পাচ্ছে।

ওবামা আরও বলেন, রাশিয়াকে কিছুটা হলেও এর দায় নিতে হবে। পুতিন চাইলে এ অঞ্চলের সন্ত্রাস দমন করতে পারেন। পুতিন চাইলে অনেক কিছুই করতে পারেন। তিনি ব্যবস্থা নিলে আমরা বিদ্রোহীদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেব না।

উল্লেথ্য, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে পূর্ব ইউক্রেনে বিধ্বস্ত হয় মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান এমএইচ-১৭। এ ঘটনায় ২৯৮ জন বিমানযাত্রী নিহত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।