খুলশীতে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে তরুণ নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৩
আবদুর রহমান সুজন, ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় ছুরিকাঘাতে আবদুর রহমান সুজন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে খুলশী থানার সেগুনবাগান কেন্টিন গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন নোয়াখালীর সেনবাগ এলাকার মো. রিপনের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আশেক বলেন, শুক্রবার ৭টার দিকে সেগুনবাগান এলাকা থেকে সুজন নামের একজনকে ছুরিকাহত অবস্থায় হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জাগো নিউজকে বলেন, সেগুনবাগান এলাকায় এক তরুণকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ফোর্স আছে। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইকবাল হোসেন/এমএএইচ/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।