পুড়ে যাওয়া কৃষি মার্কেট পর্যবেক্ষণে ভেতরে ঢুকেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

ফায়ার সার্ভিস ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো মার্কেটটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকায় ভেতরে আগুন আছে কিনা তা পর্যবেক্ষণে মার্কেটটির ভেতরে প্রবেশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে বিজিবির দলটি মার্কেটের ভেতরে প্রবেশ করে। পুড়ে যাওয়া মার্কেটটির ভেতরে পর্যবেক্ষণ শেষে আগুনের তথ্য জানাতে পারবেন বলে জানায় বিজিবির দলটি।

এর আগে বুধবার রাত ৩টা ৪৩ মিনিটে মার্কেটটিতে আগুনের সূত্রপাত। এর ৯ মিনিট পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। শেষ খবর পর্যন্ত ফায়ার সার্ভিস ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এসএম/এমএএইচ/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।