‘রাতে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে, আগুন লাগলো কীভাবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে রাতে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার পরও কীভাবে আগুন লাগলো- এর কারণ খুঁজছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবি, হক বেকারি থেকে আগুনের সূত্রপাত। কিন্তু হক বেকারিতে ছিল না আগুন লাগার মতো কিছু। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার পরও মার্কেটে কেমন করে আগুন লাগে।

লিটন হাসান নামের কাপড়ের দোকানদার বলেন, মার্কেটটিতে গ্যাসের কোনো সংযোগ ছিল না। রাতেও বন্ধ থাকে বিদ্যুৎ সংযোগ। তাহলে কীভাবে আগুন লাগলো? নাকি কেউ আগুন ধরিয়ে দিলো?

আরও পড়ুন: মোহাম্মদপুর কৃষি মার্কেটে কোনো ফায়ার সেফটি ছিল না

market-fire.jpg

আব্দুল কাদির নামের আরেক কাপড় ব্যবসায়ী জাগো নিউজকে বলেন, বিদ্যুৎ বন্ধ থাকায় মার্কেটে শর্টশার্কিট হওয়ার সম্ভাবনা কম। তবে আইপিএস থাকলে হতে পারে।

এদিকে সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিস অধিদপ্তরের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম বলেছেন, মোহাম্মদপুর কৃষি মার্কেটে কোনো ফায়ার সেফটি ছিল না। প্রাথমিক ফায়ার ফাইটিংয়ের কোনো ব্যবস্থাই ছিল না।

তিনি বলেন, ফুটপাত ও সড়কে দোকান থাকায় ও মানুষের ভিড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে। এখানে পানির পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না। এই মার্কেটটি অনেকটা বঙ্গবাজার মার্কেটের মতো। দোকানের সামনেও দোকান ছিল।

আরও পড়ুন: ৫০০ দোকান পুড়ে ছাই, দাবি ব্যবসায়ীদের

আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার অভিযান ও সার্বিক শৃঙ্খলায় ঘটনাস্থলে কাজ করছে পুলিশ, র্যাব, বিজিবি, সেনা-নৌ ও বিমান বাহিনী, এনএসআই, স্কাউটের ভলান্টিয়ার সদস্যরা। বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে মার্কেটের ওপর থেকে পানি ছিটানো হয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা আগুন। এর আগে বুধবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

market-fire.jpg

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর অগ্নিনির্বাপণ সাহায্যকারী দল।

আগুনে মার্কেটের প্রায় পাঁচ শতাধিক দোকান পুড়ে গেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। মার্কেট ও কাঁচা বাজারে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় ৭০০-৮০০টি দোকান ছিল।

আরও পড়ুন: মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগে হক বেকারি থেকে

ব্যবসায়ীরা বলছেন, প্রথমে হক বেকারি থেকে আগুনের সূত্রপাত। পরে বাতাসে মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। মার্কেট বন্ধ থাকায় ফায়ার সার্ভিস প্রথমে এসে ভেতরে ঢুকতে পারেনি। এজন্য আগুন আরও বেশি ছড়িয়ে পড়ে চারদিকে।

কৃষি মার্কেটে কাপড়ের দোকানি মাহবুব হাসান জাগো নিউজকে বলেন, তার দোকানে লাখ পাঁচেক টাকার মালামাল ছিল। প্রথমে হক বেকারিতে আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে যায়। মার্কেটে ৫০০ এর বেশি দোকান পুড়েছে।

টিটি/বিএ/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।