পরিবেশ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দল সুন্দরবনে
সুন্দরবনের শ্যালা নদীতে ছড়িয়ে পড়া তেলের কারণে ঐ এলাকার জলজ ও পরিবেশগত ক্ষতি নিরুপণে সুন্দরবনে গেছে পরিবেশ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দল। এদিকে, পানিতে ভেসে থাকা তেলের কার্যকারিতা নষ্ট করতে নদীতে জাহাজ দিয়ে স্প্রে করার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য পেছানো হয়েছে।
এর আগে, সুন্দরবনের শ্যালা নদীতে ছড়িয়ে পড়া তেল বিভিন্ন পাত্রের মাধ্যমে সংগ্রহ করার জন্য আশে-পাশের গ্রামগুলোর মানুষ এবং জেলেদের প্রতি আহবান জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন বলেছে, এই সংগ্রহ করা তেল রাষ্ট্রীয় একটি তেল সংস্থা প্রতি লিটার ৩০ টাকা করে কিনে নিবে।
বন বিভাগের কর্মকর্তারা বলেছেন, ডুবে যাওয়া ট্যাংকারটিকে তিনদিন পর উদ্ধার করা হলেও নদীতে ৬০ কিলোমিটার এলাকা জুড়ে তেল ছড়িয়ে থাকার বিষয়টিই ডলফিনসহ জলজ প্রাণী এবং সুন্দরবনের জন্য বড় সমস্যা হয়ে রয়েছে।
ঘটনার তিনদিনের মাথায় তেল ট্যাংকারটিকে উদ্ধার করে নদীর তীরে নেয়া হয়েছে। তবে আগেই ট্যাংকারে থাকা সাড়ে তিন লাখ লিটার তেলের সবই শ্যালা নদীতে এবং সুন্দরবনের খালগুলোতে ছড়িয়ে পড়েছে বলে কর্মকর্তারা বলেছেন।
শেষপর্যন্ত এখন গ্রামবাসী এবং জেলেদের উদ্বুদ্ধ করে নদী থেকে তেল সরানোর উদ্যোগ নেয়া হয়েছে। স্থানীয় প্রশাসন, বনবিভাগ এবং নৌবাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাগুলোর বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।