পহেলা জানুয়ারিতেই নতুন বই


প্রকাশিত: ০৯:৪১ এএম, ১২ ডিসেম্বর ২০১৪

নতুন বছরের পহেলা জানুয়ারিতেই সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান। শুক্রবার সকালে বরিশাল নগরীর বিএম স্কুল রোডে নির্মানাধীন জেলা স্কাউট ভবন পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নতুন বছরের পহেলা জানুয়ারি সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেয়া হবে, এ লক্ষ্যে ইতিমধ্যে দূরের পথে বই পাঠিয়ে দেয়া হয়েছে। সময়মতো সকল শিক্ষার্থী নতুন বই পেয়ে যাবে।

ঝুঁকিপূর্ণ-জরাজীর্ণ স্কুল প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, সারা দেশের ঝুঁকিপূর্ণ-জরাজীর্ণ স্কুলে নতুন ভবন নির্মান এবং মেরামতের কাজ চলছে। শিশুরা যাতে স্কুলে ঝুঁকিমুক্ত অবস্থায় থাকতে পারে সে লক্ষ্যে প্রাথমিক শিক্ষা খাতে সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প (পিডিপি) এখন চলমান।

জনপ্রতিনিধি কিংবা ভিআইপিদের সংবর্ধণার নামে শিশুদের রাস্তায় দাড় করিয়ে রাখার বিষয়ে মন্ত্রী বলেন, শিশুদের রোদে দাঁড় করিয়ে রেখে জনপ্রতিনিধিরা সন্মানিত বোধ করেন, এটা তিনি মনে করেন না। এই ধারার পরিবর্তন করার চেষ্টা চলছে, এ সংস্কৃতির পরিবর্তন হবে।

প্রাথমিক পর্যায়ে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে মন্ত্রী বলেন, কথা যখন উঠেছে সেটা গুজব হোক আর যাই হোক, সেটা গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মন্ত্রী, সচিব, মহাপরিচালক কিংবা বিজি প্রেস কারো কোন ত্রুটি আছে কিনা, বিশেষজ্ঞদের নিয়ে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মো. শহীদুল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মাহবুব এলাহী সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।