কাদের মোল্লার ছেলের বক্তব্য অবহেলার সুযোগ নেই : সুরঞ্জিত


প্রকাশিত: ০৯:১৭ এএম, ১২ ডিসেম্বর ২০১৪

মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া কাদের মোল্লার ছেলে আদালত অবমাননা করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার সকালে রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সুরঞ্জিত বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে কাদের মোল্লার ছেলের বক্তব্য অবহেলা করার সুযোগ নেই। সে যেটা বলেছেন এটা একটা স্পর্ধার বিষয়। আইনের শাসনের প্রতি অবমাননা।

তিনি আরও বলেন, কাদের মোল্লার পোলা কয়, তার বাপেরে হত্যা করা হয়েছে। এ সমস্ত বিষয়ে অবহেলার কোনো সুযোগ নেই।

সম্প্রতি সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্র্যাঙ্কার ডুবে যাওয়ার প্রসঙ্গে নৌ-মন্ত্রণালয়ের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ঘটনার চার দিন উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে। মুখস্ত শিখে রাখছে, যাই হয় তার একটা তদন্ত কমিটি গঠন হয়।

সুন্দরবনে নৌ-মন্ত্রণালয়ের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের এ উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, সুন্দরবন নিয়ে নৌ-মন্ত্রণালয়ের এতটা উদাসীনতা আমরা আশা করিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।