খালেদার ধমকে সরকার পদত্যাগ করবে না


প্রকাশিত: ০৯:০৩ এএম, ১২ ডিসেম্বর ২০১৪

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন- ‘খালেদা জিয়ার প্রতি কোনো অত্যাচার করা হচ্ছে না। সরকার এবং প্রশাসন যদি স্বৈরাচার হত, যদি আইন নিজের হাতে তুলে নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করত, তবে খালেদা জিয়ারতো দশবার ফাঁসি হয়ে যেত।’

পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের শিক্ষক নিয়োগের পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে এসে শুক্রবার সকাল ১১টায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, জনগণ চাইলে সরকার সেদিন থেকে খোদা হাফেজ বলে বিদায় নেবে। কিন্তু বেগম খালেদা জিয়ার ধমকে নিয়মতান্ত্রিক সরকার পদত্যাগ করবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।