মাইক্রোফোন ত্রুটিতে সংসদ অধিবেশন সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

শব্দযন্ত্রের ত্রুটিজনিত কারণে জাতীয় সংসদ অধিবেশন সাময়িক বন্ধ রয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশন বিকেল ৪টা ৪৮ মিনিটে শুরু হয়। কিছুক্ষণ পরই বিকেল পাঁচটা নাগাদ হঠাৎ কোনো শব্দ শোনা যাচ্ছিল না। সে কারণে ইমারজেন্সি মাইক দিয়ে সংসদ অধিবেশন চলতে থাকে। কিন্তু তাতে কেউ শুনতে না পারায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী পাঁচটা নাগাদ সংসদের অধিবেশন বন্ধ করতে বাধ্য হন। তাকে হ্যান্ডমাইক দিয়ে কথা বলতে দেখা যায়।

এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন কমিটির রিপোর্ট উপস্থাপন করছিলেন। তার বক্তব্য কেউ শুনতে না পাওয়ায় তিনি ইতস্তত বোধ করেন বক্তব্য দিতে। সে কারণে স্পিকার বলেন, সাময়িকভাবে শব্দ শোনা যাচ্ছে না, কেউ কারো কথা শুনতে পাচ্ছেন না। বক্তব্য দিয়ে লাভ কি? বক্তব্য পরে দেবেন।

মাইক্রোফোনের ত্রুটি সারানোর চেষ্টা চলছে উল্লেখ করে কিছু সময়ের জন্য অধিবেশন স্থগিত করেন তিনি। পরে স্পিকার চলে যান। অন্য এমপি, মন্ত্রীরা কেউ কেউ লবিতে, কেউ নিজে আসনে বা অন্য আসনে গিয়ে গল্প করতে থাকেন। 

পরে সংসদের কার্যক্রম সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।

আইএইচআর/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।