একনেকে ৬ প্রকল্প অনুমোদন


প্রকাশিত: ১২:১৮ পিএম, ২২ মার্চ ২০১৬
ফাইল ছবি

৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে সরকার। মঙ্গলবার বিকেলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ১ হাজার ২১৯ কোটি ২৬ লাখ টাকা।

রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। এরপর সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, মোট ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ২১৯ কোটি ২৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮৯৪ কোটি ৯২ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৮৪ কোটি ১৯ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ২৪০ কোটি ১৫ লাখ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক উল ইসলাম, সাধরিণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আলমে।

এসএ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।