সীমান্ত থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকায় বিক্রি করতেন রাজন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৩ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ।

গ্রেফতার ব্যক্তির নাম এনামুল হাসান ওরফে রাজন। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শাহবাগ থানার ফুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) অভিযানের নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, কয়েকজন ব্যক্তি ফুলবাড়ীয়ার সেক্রেটারিয়েট রোড এলাকায় ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফেনসিডিলসহ এনামুল হাসান ওরফে রাজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার রাজন দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।