মানুষ সচেতন হলে জলাবদ্ধতা রোধ করা সম্ভব: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:১৪ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২৩

বর্জ্য নিয়ে মানুষ সচেতন হলে জলাবদ্ধতা রোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। রোববার ( ৩ সেপ্টেম্বর) নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহানগরীতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

সিটি মেয়র বলেন, বর্জ্য নিয়ে মানুষ সচেতন হলে জলাবদ্ধতা রোধ করা সম্ভব। প্রত্যেক নাগরিক ঘরের সামনে বর্জ্য সংরক্ষণ করলে করপোরেশনের সেবকরা গিয়ে তা সংগ্রহ করবে। জলাবদ্ধতার ফলে সৃষ্ট ক্ষতিকর পরিস্থিতিতে সিটি করপোরেশন সাধ্য মতো রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সহযোগিতা নিয়ে হাজির হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর পারভেজ। চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, চাকতাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আবদুর রহিম আঁকন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান।

ইকবাল হোসেন/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।