জাতীয় দুর্যোগ সহনশীলতা সপ্তাহ শুরু
জাতীয় দুর্যোগ সহনশীলতা সপ্তাহ শুরু হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সপ্তাহের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বর্তমান সরকার দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন দ্বার উন্মোচন করেছে। উপকূলে দুর্যোগ সহনশীল গৃহনির্মাণ থেকে শুরু করে ক্ষয়-ক্ষতি কমানোর নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও কাজ করে যাচ্ছে। সবার সমন্বিত প্রচেষ্টায় দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় আমরা আরও এগিয়ে যাবো।
বিশেষ অতিথি সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম বলেন, দুর্যোগে আগে যেভাবে উপকূলে ক্ষয়-ক্ষতি হতো, এখন তা অনেকাংশে কমে গেছে। এটা আরও কমানোর লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও সক্রিয় হয়ে দুর্যোগ মোকাবিলায় কাজ করতে হবে।
উদ্বোধনী পর্ব শেষে দুর্যোগ সহনশীলতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রতিমন্ত্রীসহ অন্য অতিথিরা।
দুর্যোগ সহনশীলতা সপ্তাহ উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এএএইচ/এমআইএইচএস/জেআইএম