কক্সবাজার থেকে অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৩

কক্সবাজারের চকরিয়া থেকে অপহরণের শিকার এক কিশোরীকে চট্টগ্রামের ভাটিয়ারি থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। এসময় ফরহাদুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ফরহাদ চট্টগ্রামের বাঁশখালী থানার পশ্চিম চাম্বল গ্রামের মো. ইউনুছের ছেলে।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

তিনি বলেন, কক্সবাজারের চকরিয়া থেকে এক কিশোরীকে অপহরণ করে তাদের এক দুঃসম্পর্কের আত্মীয়। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) চট্টগ্রামের ভাটিয়ারি এলাকা থেকে ফরহাদ নামের ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে চকরিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

র্যাব-৭ সূত্রে জানা গেছে, কক্সবাজারের চকরিয়া এলাকায় এক প্রবাসীর স্ত্রী তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। তার এক মেয়ে গত ১২ আগস্ট অপহৃত হন। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে চকরিয়া থানায় অপহরণকারী ফরহাদসহ কয়েকজন সহযোগীকে আসামি করে একটি অপহরণের মামলা করেন। পরে মেয়েকে উদ্ধারে তিনি র্যাব-৭ এ লিখিত অভিযোগ দেন। এর পর গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার চট্টগ্রামে ভাটিয়ারি এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারী ফরহাদকে গ্রেফতার করে র্যাব।

ইকবাল হোসেন/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।