মাহবুবুর রহমান আবারও পিডিবির চেয়ারম্যান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২৯ আগস্ট ২০২৩
প্রকৌশলী মো. মাহবুবুর রহমান

প্রকৌশলী মো. মাহবুবুর রহমান ফের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন।

‘দ্য বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডস অর্ডার, ১৯৭২’ এর ধারা ৪(১) ও ধারা ৫(১) অনুযায়ী তাকে পুনরায় নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন>> আরও এক বছর পিডিবির চেয়ারম্যান থাকছেন মাহবুবুর রহমান

প্রজ্ঞাপনে বলা হয়, তার পূর্বের নিয়োগের ধারাবাহিকতায় এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ১ সেপ্টেম্বর থেকে এক বছর মেয়াদে চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরএমএম/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।