গণপরিষদ সদস্য ডা. আখলাকুল হোসাইনের ১১তম মৃত্যুবার্ষিকী

গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ডা. আখলাকুল হোসাইন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) এ উপলক্ষে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলায় তার নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়া ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন তার দ্বিতীয় ছেলে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।
ডা. আখলাকুল হোসাইন আহমেদ ১৯২৬ সালের ১৫ অক্টোবর নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ছয়াশী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে ভারতের মেঘালয় রাজ্যের অন্তর্গত তুরা জেলার মহেষখলা ইয়ুথ ক্যাম্পের ইনচার্জ হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনায় সক্রিয় অংশগ্রহণ করেন। এর পাশাপাশি ময়মনসিংহ নর্থ ইস্ট জোন-২ এর অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশের সংবিধান প্রণয়নে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ডা. আখলাকুল হোসাইন আহমেদ একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন। তার জীবদ্দশায় তিনি স্থানীয়ভাবে স্কুল, কলেজ, মাদরাসার পৃষ্ঠপোষকতা করাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এফএইচ/এসএনআর/জিকেএস