মানবতাবিরোধী অপরাধ: পরোয়ানাভুক্ত আসামি ফজলুর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৮ আগস্ট ২০২৩

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ফজলুর রহমান বিশ্বাসকে (৭২) যশোরের কোতয়ালী থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

সোমবার (২৮ আগস্ট) র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, যশোরের কোতয়ালী থানাধীন এলাকা থেকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি ফজলুর রহমান বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালীন হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, অপহরণের মত বিভিন্ন অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০২১ সালে একটি মামলা রয়েছে। পরবর্তীকালে মামলাটির তদন্ত চলাকালে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর থেকেই আসামি নিজ এলাকা ছেড়ে যশোরের কোতয়ালী থানাধীন এলাকায় আত্মগোপনে চলে যায়। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

টিটি/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।