বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করলো নেপাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ২৮ আগস্ট ২০২৩
পর্যটকদের অন্যতম পছন্দের দেশ নেপাল

বাংলাদেশিদের জন্য ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসার বদলে অনলাইনে ইলেক্ট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) দেওয়া শুরু করেছে নেপাল।

ঢাকায় নেপাল দূতাবাসের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। গতকাল রোববার (২৭ আগস্ট) ইটিএ সংক্রান্ত সিস্টেমটি চালু করেছে নেপাল দূতাবাস।

jagonews24

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপাল ভ্রমণের জন্য আবেদনকারী বাংলাদেশিদের এখন আর ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসা দেওয়া হবে না। রোববার থেকে দূতাবাস অনলাইনে ইটিএ দেওয়া শুরু করেছে।

ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসার বদলে ইটিএ দিলেও ভিসার আবেদনের প্রক্রিয়াসহ অন্যান্য পূর্বশর্ত, যেমন- সশরীরে পাসপোর্টসহ প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পদ্ধতি অপরিবর্তিত থাকবে বলে জানায় দূতাবাস।

আইএইচআর/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।