কালো টাকা সাদা করার সুযোগ রেখে বাজেট পাশ হচ্ছে রোববার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২১ এএম, ২৮ জুন ২০১৪

কালো টাকা সাদা করার সুযোগ রেখে রোববার পাস হচ্ছে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গত ৫ জুন জাতীয় সংসদে নতুন প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

শনিবার বাজেট বক্তৃতায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তাবিত বাজেট ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার, যা জিডিপি’র ১৮ দশমিক ৭ শতাংশ। ২০১৩-১৪ অর্থবছরের আকার ছিলো ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। শনিবার আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটে মোবাইল ফোনে সারচার্জ আরোপের প্রস্তাব করেছেন। গত বাজেটেও এমন একটি প্রস্তাব নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত সরকার সেখান থেকে সরে আসে।

এসময় অর্থমন্ত্রী সংসদে জানিয়েছেন, আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকছে। অর্থনীতির স্বার্থে কালো টাকা বিনিয়োগের পক্ষে অবশ্য দেশের অর্থনীতিবিদদের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতিও। সংগঠনটি বলছে, শর্তসাপেক্ষে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া যেতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।