চট্টগ্রামের ষোলশহরে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:২৭ এএম, ২৭ আগস্ট ২০২৩

চট্টগ্রাম মহানগরীর পাচঁলাইশ থানা সংলগ্ন ষোলশহরে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট) ভোরে আইডব্লিউ কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আইডব্লিউ কলোনির বাসিন্দা কালা মিয়ার ছেলে মো. সোহেল (৩৫) ও তার সাত মাস বয়সী শিশুকন্যা বিবি জান্নাত।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরে আশেক জানান, ষোলশহর এলাকা থেকে পাহাড় ধসের ঘটনায় আহত বাবা-মেয়েকে রোববার সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে আনা হয়। এসময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস কর্মীরা। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

এমডিআইএইচ/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।