সুবিধাবঞ্চিত ৫০০ মানুষের মধ্যে কোস্টগার্ডের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৫ আগস্ট ২০২৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত ৫০০ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এ খাবার বিতরণ করে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন। দুপুরে জাগো নিউজকে এ তথ্য জানান কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

আব্দুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে নানান কর্মসূচি পালন করেছে কোস্টগার্ড। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে কোস্টগার্ড ঢাকা জোন রাজধানীর আগারগাঁও এলাকায় সুবিধাবঞ্চিত গরিব দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছে।

এসময় খাবার বিতরণ কর্যক্রমে উপস্থিত ছিলেন কোস্টগার্ড ঢাকা জোনের জোনাল কমান্ডার ও অধিনায়ক কমান্ডার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ কোস্টগার্ডের অন্যান্য কর্মকর্তারা।

আরএসএম/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।