চাঁদে সফল অবতরণে মোদীকে শেখ হাসিনার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৮ পিএম, ২৪ আগস্ট ২০২৩

চন্দ্রযান-৩ সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সেদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকায় ভারতের হাইকমিশনের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চতুর্থ দেশ হিসেবে চাঁদের পৃষ্ঠে মহাকাশযান অবতরণ করতে পারার জন্য শেখ হাসিনা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং এর বিজ্ঞানীদের অভিনন্দন জানান।

আরও পড়ুন>> চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ, ইতিহাস গড়লো ভারতের চন্দ্রযান-৩

বুধবার (২৩ আগস্ট) নরেন্দ্র মোদীর কাছে পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানান, বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ উপলক্ষে এবং এই ঐতিহাসিক অর্জনে ভারতের সঙ্গে আনন্দিত, যা বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তির খাতে অগ্রতিতে দক্ষিণ এশিয়ার সব দেশের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার বিষয়।

বুধবার (২৩ আগস্ট) চন্দ্রপৃষ্ঠে দক্ষিণ মেরু অঞ্চলে প্রথম চন্দ্রযান অবতরণ করার জন্য ভারত ইতিহাস সৃষ্টি করেছে।

ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।