প্রথমবারের মতো সিটিটিসি কার্যালয়ে পিটার হাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৪ আগস্ট ২০২৩

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ঘুরে গেলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। প্রথমবারের মতো তিনি পুলিশের সিটিটিসি ইউনিটে ঘুরে যান।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত সিটিটিসি কার্যালয় পরিদর্শন করেন তিনি।

jagonews24

সিটিটিসির এক কর্মকর্তা জানান, সকাল ১০টা ৪৫ মিনিটে সিটিটিসির কার্যালয়ে আসেন পিটার হাস। তাকে স্বাগত জানান সিটিটিসির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূতের এ পরিদর্শন সন্ত্রাসবাদ ও বৈশ্বিক সাইবার হুমকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধাবোধ তৈরিতে সহায়ক ভূমিকা করবে বলে মনে করেন সিটিটিসির কর্মকর্তারা।

আরএসএম/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।