গায়েবানা জানাজার চেষ্টা

বায়তুল মোকাররমে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ, আটক কয়েকজন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৫ আগস্ট ২০২৩
বায়তুল মোকাররম মসজিদে ধাওয়া পাল্টা ধাওয়া/ ছবি- বিপ্লব দিক্ষিৎ

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শোক দিবসের দোয়া চলাকালীন মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার চেষ্টা করে কিছু মানুষ। এ নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার পর এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান জাগো নিউজকে জানান, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল হচ্ছিল। এমন সময় দেলাওয়ার হোসাইন সাঈদীর অনুসারী ও জামায়াতে ইসলামীর সদস্যরা হট্টগোল সৃষ্টি করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে জামায়াতের অনুসারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন মিয়া জাগো নিউজকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় বায়তুল মোকাররম মসজিদে প্রাঙ্গণ থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তদের থানায় এনে যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন: সাঈদীর জানাজা সম্পন্ন, দাফন হবে পারিবারিক কবরস্থানে

জানতে চাইলে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রুহানি জাগো নিউজকে বলেন, এখনো আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে।

বিজ্ঞাপন

টিটি/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।