গায়েবানা জানাজার চেষ্টা
বায়তুল মোকাররমে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ, আটক কয়েকজন
![বায়তুল মোকাররমে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ, আটক কয়েকজন](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/baitul-1-20230815153406.jpg)
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শোক দিবসের দোয়া চলাকালীন মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার চেষ্টা করে কিছু মানুষ। এ নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার পর এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান জাগো নিউজকে জানান, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল হচ্ছিল। এমন সময় দেলাওয়ার হোসাইন সাঈদীর অনুসারী ও জামায়াতে ইসলামীর সদস্যরা হট্টগোল সৃষ্টি করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে জামায়াতের অনুসারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন মিয়া জাগো নিউজকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় বায়তুল মোকাররম মসজিদে প্রাঙ্গণ থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তদের থানায় এনে যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: সাঈদীর জানাজা সম্পন্ন, দাফন হবে পারিবারিক কবরস্থানে
জানতে চাইলে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রুহানি জাগো নিউজকে বলেন, এখনো আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে।
টিটি/কেএসআর/এএসএম