দুই মাস পর রোগী দেখছেন ডা. সংযুক্তা সাহা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০২ পিএম, ১৪ আগস্ট ২০২৩
ফাইল ছবি

প্রায় দুই মাস পর প্র্যাকটিস শুরু করেছেন চিকিৎসক সংযুক্তা সাহা। সোমবার (১৪ আগস্ট) রাজধানীর ইমপালস হাসপাতালে বিকেল ৪টা থেকে প্র্যাকটিস শুরু করেন তিনি।

এর আগে রোববার (১৩ আগস্ট) এক ফেসবুক পোস্টে নতুন কর্মস্থলের ঘোষণা করেন তিনি। তিনি ইমপালস হাসপাতালে পরিচালক হিসেবে থাকবেন।

সংযুক্তা সাহা গণমাধ্যমকে জানান, আগের ঘটনা পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে এ মুহূর্তে আমি কিছু বলতে পারবো না। তবে, আমার চেম্বার করতে এখন আর কোনো বাধা নেই।

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচারের পর প্রথমে নবজাতক ও পরে মায়ের মৃত্যুর ঘটনায় হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. সংযুক্তা সাহার বিশেষজ্ঞ সেবা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

জানা গেছে, তিন মাস ধরে ডা. সংযুক্তা সাহার অধীনে চিকিৎসা নিচ্ছিলেন কুমিল্লার তিতাস উপজেলার অন্তঃসত্ত্বা মাহবুবা রহমান আঁখি। এমনকি তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল বলেও চিকিৎসক জানিয়েছিলেন। নরমাল ডেলিভারির মাধ্যমেই সন্তান প্রসব সম্ভব বলে আশ্বস্ত করেছিলেন ডা. সংযুক্তা সাহা।

এরপর প্রসব ব্যথা ওঠায় ৯ জুন মাহবুবাকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। তাকে যে চিকিৎসকের (সংযুক্তা সাহা) অধীন ভর্তি করানো হয়, তখন সেই চিকিৎসক দেশে ছিলেন না। তার অনুপস্থিতির কথা রোগী বা রোগীর স্বজনদের জানানো হয়নি। অন্য একজন চিকিৎসক স্বাভাবিক প্রসব করাতে ব্যর্থ হয়ে অস্ত্রোপচার করেন। ১১ জুন নবজাতকের মৃত্যু হয়।

অন্যদিকে, মাহবুবার শারীরিক অবস্থাও খারাপের দিকে যায়। তার আইসিইউ দরকার ছিল। কিন্তু সেন্ট্রাল হাসপাতালে তা ছিল না। তাকে পার্শ্ববর্তী ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে রোববার (১৮ জুন) তার মৃত্যু হয়।

এএএম/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।