সীতাকুণ্ডে দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৩ আগস্ট ২০২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১২ আগস্ট) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করে র‌্যাব।

গ্রেফতাররা হলেন ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন উত্তর মটুয়া গ্রামের মো. ইউসুফের ছেলে মো. ইকবাল হোসেন (১৯) এবং একই থানার দক্ষিণ বল্লভপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. ইমরান হোসেন (২৪)। রোববার (১৩ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।

র‌্যাব-৭ জানিয়েছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ফৌজদারহাট এলাকায় মহাসড়কে অভিযান চালিয়ে ফেনী থেকে চট্টগ্রামের দিকে যাওয়া একটি পিকআপে তল্লাশি চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় ওই পিকআপ থেকে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতাররা দীর্ঘদিন ধরে কৌশলে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার মাদক কারবার ও মাদক সেবনকারীদের কাছে অধিকমূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।

ইকবাল হোসেন/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।