আগামীকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট


প্রকাশিত: ০৩:৩১ এএম, ১৯ জুলাই ২০১৪

ঈদ উপলক্ষে আগামীকাল রোববার থেকে  ট্রেন এবং বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। প্রতিদিন ১৮ হাজার ট্রেনের টিকিট  বিক্রি হবে।  আর ২৪ জুলাই থেকে শুরু হবে  ঈদ স্পেশাল ট্রেন ও বাস সার্ভিস।

এদিকে ঈদের পর ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ২৭ জুলাই থেকে। ওইদিন বিক্রি করা হবে ৩১ জুলাইয়ের ফিরতি টিকিট। প্রতিবারের মত এবারো একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

রেল সূত্র জানায়, ঈদ  উপলক্ষে রেলের অগ্রিম টিকিট রোববার থেকে বিক্রি শুরু হবে। বিক্রি চলবে ২৪ জুলাই পর্যন্ত। রোববার বিক্রি হবে ২৪ জুলাইয়ের টিকিট, ২১ জুলাই ২৫ জুলাইয়ের, ২২ জুলাই ২৬ জুলাইয়ের, ২৩ জুলাই ২৭ জুলাইয়ের এবং ২৪ জুলাই ২৮ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। টিকিট থাকলে বিকাল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

জানা গেছে, ঈদের আগে পাঁচদিন ও ঈদের পরের সাতদিন ‘ঈদ স্পেশাল ট্রেন সার্ভিসের’ মাধ্যমে বাড়তি সেবা দেওয়া হবে। ঈদের তিনদিন আগে থেকে মোট পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চলবে। এর মধ্যে চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুই জোড়া ট্রেন চলবে। এ ছাড়া ঢাকা-দেওয়ানগঞ্জ, ঢাকা-পার্বতীপুর, ঢাকা-খুলনা রুটে এক জোড়া করে ঈদ স্পেশাল ট্রেন চলবে। বাকি দুই জোড়া ট্রেন ঢাকা থেকে কিশোরগঞ্জে যাতায়াত করবে।

এ ছাড়া ঈদে রেলযাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে আরো ১৬৬টি কোচ সংযোজন  হবে। এবারের ঈদে ২৫৫টি লোকোমটিভ ইঞ্জিন যুক্ত হবে নতুন করে। ট্রেনের যাত্রা সময় যাতে ঠিক থাকে সে জন্যও নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। প্রতিদিন ঢাকা থেকে দেশের বিভিন্ন জায়গার ১৮ হাজার টিকিট বিক্রি করা হবে।

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, কালোবাজারি এড়াতে একজন ক্রেতা একসঙ্গে চারটির বেশি টিকিট কিনতে পারবে না। এ ছাড়া যাত্রী নিরাপত্তা ও কালোবাজারি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলযাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে রেলের সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

বিআরটিসি বাস : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) প্রতি বছরের মতো এবারো ঈদে যাত্রীদের চাহিদা পূরণে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে আগামীকাল রোববার  থেকে। আর বিশেষ সার্ভিস শুরু হবে ২৪ জুলাই থেকে। ঈদে বিআরটিসি এসি ও নন-এসি মিলে মোট ৯০০ বাস পরিচালনা করবে। রোববার  দেওয়া হবে ২৪ জুলাইয়ের টিকিট। পর্যায়ক্রমে ২৮ অথবা ২৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।

মতিঝিল, গাজীপুর, জোয়ার সাহারা, উথলী, নারায়ণগঞ্জ, দ্বিতল বাস ডিপো, কল্যাণপুরসহ সাতটি ডিপো থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

এ ছাড়া ঈদে ঘরমুখী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে আগামী ২৪ জুলাই ঈদ স্পেশাল সার্ভিস চালু করবে। আগামী ২৪ জুলাই থেকে শুরু করে ঈদ পরবর্তী তিন দিন পর্যন্ত ঈদ স্পেশাল সার্ভিস চালু থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।