দেশে ফিরেছেন ইয়েমেনে অপহৃত জাতিসংঘ কর্মকর্তা সুফিউল আনাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৯ আগস্ট ২০২৩

সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাতে ইয়েমেনে অপহরণের শিকার জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনাম দেশে ফিরেছেন। বুধবার (৯ আগস্ট) বিকেল পাঁচটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে তিনি দেশে আসেন। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

বিমানবন্দরে নেমে সুফিউল আনাম গণমাধ্যমের কাছে তার অপহরণের বর্ণনা দেন। এসময় তাকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার মাধ্যমে উদ্ধার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এনএসআইকেও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।

jagonews24

অপহরণের ঘটনা বর্ণনা করতে গিয়ে সুফিউল আনাম বলেন, পর আমাকে কোনো নির্যাতন করা হয়নি। গত দেড় বছর অন্তত ১৮ বার জায়গা স্থানান্তর করা হয়েছে। তবে আমি বর্ণনা করতে পারবো না সে কষ্ট। অত্যন্ত কষ্টের মধ্যে আমি সময় পার করেছি। অত্যন্ত বিপৎসংকুল সময় পার করেছি। আমার প্রতিটি ক্ষণ ছিল সন্ত্রাসীদের ভয়, মৃত্যুর ভয়, দুর্ঘটনার ভয়। কিন্তু আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি ফিরে এসেছি।

আরও পড়ুন: আমাদের অবস্থান উন্নত হচ্ছে বলেই মার্কিন বিফ্রিংয়ে প্রতিদিন আলোচনা 

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর সুফিউল আনামকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয় বলে একটি গোয়েন্দা সূত্র জাগো নিউজকে নিশ্চিত করেছে।

২০২২ সালের ১১ ফেব্রুয়ারিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে অপহরণের শিকার হন বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা একেএম সুফিউল আনাম। এরপর থেকে কোনো খোঁজ মিলছিল না এ কর্মকর্তার। ধারণা করা হয়েছিল, অপহরণের পর তাকে হত্যা করে জঙ্গিগোষ্ঠী।

আরও পড়ুন: ইয়েমেনে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা সুফিউল উদ্ধার 

১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন একেএম সুফিউল আনাম। অবসরের পর ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

এমএমএ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।