ইয়েমেনে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা সুফিউল উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪০ পিএম, ০৮ আগস্ট ২০২৩

ইয়েমেনে আল কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার মাধ্যমে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে একাধিক দায়িত্বশীল সূত্র। এ ছাড়া উদ্ধারের জন্য এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুফিউল আনাম।

তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তাকে বুধবার (৯ আগস্ট) দেশে আনা হতে পারে এবং তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হতে পারে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। এনএসআইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

২০২২ সালের ১১ ফেব্রুয়ারিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে অপহরণের শিকার হন বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা একেএম সুফিউল আনাম। এরপর থেকে কোনো খোঁজ মিলছিল না এ কর্মকর্তার। ধারণা করা হয়, অপহরণের পর তাকে হত্যা করে জঙ্গিগোষ্ঠী।

১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন একেএম সুফিউল আনাম। অবসরের পর ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।