সোনালী ব্যাংকে অভিনব কায়দায় গ্রাহকের টাকা চুরি, তিনজন গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর লালদীঘি এলাকায় সোনালী ব্যাংক থেকে অভিনব কায়দায় এক গ্রাহকের টাকা চুরির ঘটনায় তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩০ জুলাই দুপুরে সোনালী ব্যাংকের লালদীঘি করপোরেট শাখায় এ ঘটনা ঘটলেও সোমবার (৭ আগস্ট) তাদের লক্ষ্মীপুর জেলার রায়পুরা থেকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন, রাজধানীর ওয়ারী থানার নবাবপুর ১৩ নম্বর লাল চান মুকিম লেনের আবুল কালাম (৭০), খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন আমতলা গ্রামের মো. রিপন গাজী (৪০) এবং একই থানা এলাকার কাতিয়া নেংড়া গ্রামের মো. হারুন অর রশিদ ওরফে ইকবাল (৪৫)।
তাদের মধ্যে আবুল কালামের বিরুদ্ধে ঢাকা, গোপালগঞ্জ, জামালপুর, ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় ৪টি এবং রিপন গাজীর বিরুদ্ধে খুলনা জেলার রুপসা থানা ও লবণচরা থানায় ২টি মামলা আদালতে চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংক লালদীঘি করপোরেট শাখার গ্রাহক কৃষক কাঞ্চন মজুমদারের একটি ডিপিএসের মেয়াদপূর্তি হয়। গত ৩০ জুলাই ব্যাংক থেকে ডিপিএসের দুই লাখ ৯ হাজার টাকা উত্তোলন করে। ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাংক কাউন্টারে টাকা গণনার সময় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি তার বাম পাশে টাকা পড়ে গেছে বলে জানায়। এসময় তিনি নিচ থেকে টাকা তুলতে গেলে এ চোর চক্র কাউন্টারের বক্সে রাখা তার তিনটি পাঁচশ টাকার বান্ডিলে দেড় লাখ টাকা নিয়ে ব্যাংক থেকে বের হয়ে যায়।
এ ঘটনায় কাঞ্চন মজুমদার কোতোয়ালি থানায় অভিযোগ দিলে পুলিশ ব্যাংকের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিন আসামিকে শনাক্ত করে।
পরে ৭ আগস্ট লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ। এসময় চুরি হওয়া টাকার মধ্যে দুই হাজার ৫৪০ টাকা উদ্ধার করে পুলিশ।
কেতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ প্রতারক চোর চক্র। তারা তিন চার জনের গ্রুপ করে বিভিন্ন সরকারি ব্যাংকে গ্রাহক সেজে প্রবেশ করে। ব্যাংকে প্রবেশ করার পর যারা ব্যাংকে টাকা জমা দিতে যায় এবং ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তাদের মধ্য থেকে সহজ সরল ধরনের ব্যক্তিকে টার্গেট করে। এর মধ্যে তাদের দু-একজন টার্গেট করা ব্যক্তিকে বিভিন্ন কথা বলে অথবা টাকা পড়ে গেছে বলে ব্যস্ত রাখে। এর মধ্যে সুযোগ বুঝে তাদের অন্য একজন টাকা নিয়ে ব্যাংক থেকে বের হয়ে যায়।
লালদীঘি পাড়ের সোনালী ব্যাংকের ওই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তাদের রিমান্ড আবেদন করা হয়েছে।
এমডিআইএইচ/এমআইএইচএস/এমএস