পরীক্ষা দিতে বের হয়ে ড্রেনের পানিতে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৬ পিএম, ০৭ আগস্ট ২০২৩

চট্টগ্রামের হাটহাজারী এলাকায় ড্রেনের পানিতে ডুবে নিপা পালিত (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের হাটহাজারী থানার ইসলামিয়া হাট বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে। নিপা পালিত বাদামতল এলাকার উত্তম পালিতের মেয়ে। তিনি হাটহাজারী সরকারি কলেজের বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আবু তালেব জাগো নিউজকে বলেন, নিপা আমাদের কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।নাজিরহাট কলেজকেন্দ্রে নিপার সমাপনী পরীক্ষা চলছিল। সোমবার ব্যবস্থাপনা চতুর্থপত্রের পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে ওই কেন্দ্রে যাওয়ার সময় বাড়ির সামনে রাস্তায় পানির তোড়ে পাশে ড্রেনে পড়ে ডুবে মারা যান তিনি। পরিবারের লোকজন নিপার মৃগীরোগ ছিল বলে জানিয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর পুলিশ তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানান তিনি।

হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) গোফরান উদ্দিন বলেন, বাদামতল এলাকায় ড্রেনের পানিতে পড়ে নিহত কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ইকবাল হোসেন/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।