চট্টগ্রামে রেকর্ড ৪২৭ মিলিমিটার বৃষ্টিপাত
চট্টগ্রামে ভারী বর্ষণ চলছে। টানা তিনদিনের বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীসহ আশপাশের বেশকিছু উপজেলার নিম্নাঞ্চল হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে।
রোববার (৬ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত ৪২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রাম আবহাওয়া অফিস।
সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, চট্টগ্রামের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এতে আরও বলা হয়, দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে যা অস্থায়ীভাবে দমকা হাওয়ার আকারে ৪০-৪৫ কিলোমিটার বেগে অথবা আরও অধিক বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
গত ২৪ ঘণ্টায় পতেঙ্গা অফিসে ২৩১ দশমিক ৪ মিলিমিটার এবং আমবাগান কেন্দ্রে ১৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখানোর কথা জানিয়েছেন পতেঙ্গা প্রধান আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা জহিরুল ইসলাম।
এমডিআইএইচ/এসআর