ডিবিতে অভিযোগের পর ভাটারা থানায় অপু বিশ্বাসের জিডি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১২ পিএম, ০৬ আগস্ট ২০২৩
ফাইল ছবি

নিজের প্রযোজনায় নির্মিত ‘লাল শাড়ি’ সিনেমার পাইরেসি এবং সাইবার বুলিংয়ের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে লিখিত অভিযোগের পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রোববার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানায় এ জিডি করেন তিনি। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আসাদুজ্জামান জাগো নিউজকে জিডির বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন>> এবার অপু বিশ্বাসকে খাওয়ালেন ডিবিপ্রধান হারুন

ওসি বলেন, অপু বিশ্বাস পাইরেসি ও আপত্তিকর মন্তব্যের সুনির্দিষ্ট তথ্য তুলে ধরে সাধারণ ডায়েরি করেছেন।

এর আগে দুপুরে ডিবি কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ করেন অপু বিশ্বাস। বিকেল সাড়ে ৩টায় ডিবি কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের বলেন, ভিউয়ার্স বাড়ানোর প্রতিযোগিতায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ‘লাল শাড়ি’ ছবিটি আমার অনেক কষ্টের। ‘লাল শাড়ি’র পাইরেসি রোধে ও ফেসবুকে আপত্তিকর কনটেন্ট তৈরির বিষয়ে অভিযোগ করেছি ডিবিতে।

‘পাশাপাশি আপনারা জানেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংটা অনেক বেড়ে গেছে। কারণে অকারণে ভিউয়ার্স বাড়ানোর আশায় সাইবার বোলিং করছেন।’ বলেন অপু বিশ্বাস।

ঢাকাই সিনেমার জনপ্রিয় এ নায়িকা বলেন, ‘লাল শাড়ি’ সিনেমাটির প্রযোজক আমি। এটি একটি অনুদানের ছবি। কয়েক দিন আগে ‘সুরঙ্গ’ চলচ্চিত্রটি পাইরেসির শিকার হয়েছিল। পাইরেসির শিকার হয়ে চলচ্চিত্রটির টিম ডিবির কাছে এসেছিল। এরপর গোয়েন্দারা এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনেছে।’

তিনি বলেন, সাইবার বুলিংটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে, এটা কারও কাম্য নয়। কারণ বেলাশেষে আমরা সবাই পরিবারে বসবাস করি। আমাদেরও পারিবারিক অবস্থান আছে। হয়তো আমি চিত্রনায়িকা, কিন্তু অনেক সময় অনেক নিউজের সামনে পড়তে হয়।

‘আরও একটা কথা বলতে চাই, আমরা আর্টিস্টরা বিভিন্ন দেশে যাই। সেখানে দেশের প্রতিনিধিত্ব করি। এরকমটা হলে আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়।’

আরও পড়ুন>> পাইরেসি-সাইবার বুলিংয়ের বিষয়ে অভিযোগ করেছি: অপু বিশ্বাস

তিনি বলেন, সাইবার বুলিংয়ের কথা আমি ডিবিতে অবগত করতে এসেছি। আমি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। তবে কার বা কোন পেজের বিরুদ্ধে অভিযোগ তা এখনই বলতে চাচ্ছি না। আমি তো অভিযোগ দিয়েছি। ডিবির সাইবার ক্রাইমে যারা আছেন তারা আমাকে খুব সুন্দরভাবে আশ্বস্ত করেছেন।

এর আগে এদিন ডিবি কার্যালয়ে অপু বিশ্বাসের সঙ্গে দুপুরের খাবার খান সংস্থাটির প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। খাবার টেবিলে তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন।

আরএসএম/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।