জাতীয় সংসদ নির্বাচন

নেতিবাচক কনটেন্ট ব্লকে ইসিকে সহায়তা করবে ফেসবুক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৫ পিএম, ০৩ আগস্ট ২০২৩

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেগেটিভ (নেতিবাচক) কনটেন্ট ব্লকে নির্বাচন কমিশনকে সহায়তা দিতে চায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। তফসিল ঘোষণার পর থেকে ফেসবুকে অপপ্রচার, ঘৃণাত্মক মন্তব্য, সাম্প্রদায়িকতা, সহিংসতা হয়- সেগুলো সরাতে ইসিকে সহযোগিতা করতে চায় ফেসবুক।

বৃ্হস্পতিবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সঙ্গে বৈঠকে ফেসবুকের প্রতিনিধি দলে এ সহায়তার আশ্বাস দেয়।

ফেসবুকের তিন সদস্যের একটি প্রতিনিধি দল সপ্রণোদিত হয়ে নির্বাচন কমিশনের কাছে সময় চায়। মূলত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে এ বৈঠক হওয়ার থাকলেও পরে অশোক কুমার দেবনাথের নেতৃত্বে এ বৈঠক হয়।

আরও পড়ুন>> তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো

বৈঠক শেষে অশোক কুমার দেবনাথ বলেন, আজকে আমরা ফেসবুকের একটা টিমের সঙ্গে মিটিং করেছি। আমাদের যে টেকনিক্যাল লোকজন রয়েছেন, তাদের নিয়ে বসেছিলাম। কারণ এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল। মূলত ব্যাপারটা ছিল, ফেসবুকে যেসব অপপ্রচার হয়, সেসব কীভাবে রোধ করা যায়। বিশেষ করে ঘৃণাত্মক মন্তব্য, সাম্প্রদায়িকতা বা অন্যান্য যেসব ভায়োলেশন হয়। সেগুলো তারা ডিলিট করবে, রিমুভ করে দেবে, ব্লক করবে। মূলত এটি ছিল মিটিংয়ের বিষয়।



আজকের আলোচনাকে প্রাথমিক আলোচনা উল্লেখ করে তিনি বলেন, পরে নির্বাচন কমিশনের একজন ফোকাল পারসন নির্ধারণ করা হবে তাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। তারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের কাছে যেটা নেগেটিভ প্রতীয়মান হবে, আমরা তাদের জানাবো, তারা সেটা রিমুভ করে দেবে।

আরও পড়ুন>> আন্তর্জাতিক মহলের কোনো চাপ অনুভব করছি না: কাদের

শুধু নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কনটেন্ট বিষয়ে এমন পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, তফসিল ঘোষণা পর এ কার্যক্রম শুরু হবে।

এ উদ্যোগের বিষয়ে তিনি বলেন, কমিশন নয়, ফেসবুক কর্তৃপক্ষই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারাই কমিশনের কাছে সময় চেয়েছিল।

ইসি জানায়, ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার বাংলাদেশবিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছে। সংস্থাটির পক্ষে উপস্থিত রয়েছেন- এইডান হেই এবং এজিনেন ফো।

বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম এবং এনআইডি সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।


এসএম/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।